যৌতুকের দাবিতে প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা

আগরতলা, ২২ মে : যৌতুকের দাবিতে শাশুড়ি এবং দেবর প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ সকালে শাশুড়ি এবং দেবর মেলাঘর থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধূ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর থানাধীন কেমতলী এলাকার রবীন্দ্র সরকারের ছেলে আমতলী থানাধীন মধুবন এলাকার মনোরঞ্জন ঋষি দাসের মেয়ে শর্মিষ্ঠা ঋষি দাসের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক হয়। তারপর ৭ থেকে ৮ মাস আগে পালিয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের চার মাস যাবত ঠিক ঠাক চলছিল তাদের সংসার। গত তিন মাস ধরে যৌতুকের দাবিতে শাশুড়ি এবং দেবর প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছিল গৃহবধূ শর্মিষ্ঠার উপর। তাই গৃহবধূ শর্মিষ্ঠা নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর বহু খোঁজা খুঁজির পর আগরতলা গ্ৰেন্ডডিউস ক্লাব এলাকায় খুঁজে পাওয়া গিয়েছে শর্মিষ্ঠাকে। তাই আজ স্বামী উৎপল সরকার, দেবর কিষান সরকার, শশুর রবীন্দ্র সরকার, শাশুড়ি শোভারানী সরকারের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূর শর্মিষ্ঠা এবং বাবা মনোরঞ্জন ঋষি দাস।

গৃহবধূর শর্মিষ্ঠা জানিয়েছেন, দেবর কিষান সরকার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে প্রতিনিয়ত অত্যাচার করেন তাঁর ওপর।