ওড়িশায় ২৩ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত

ভুবনেশ্বর, ২১ মে : : ওড়িশা রাজ্য নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, গ্রামীণ স্থানীয় সংস্থার শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। এই উপ-নির্বাচনে মোট ৪৩টি সরপঞ্চ পদ ও ২৭২টি ওয়ার্ড সদস্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, সরপঞ্চ এবং ওয়ার্ড সদস্যদের মধ্যে যেসব পদ শূন্য রয়েছে, সেখানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মৃত্যুবরণ, পদত্যাগ, অযোগ্যতা বা যোগ্য প্রার্থীর অভাবে সংরক্ষিত আসন খালি থাকার কারণে এই নির্বাচন প্রয়োজন হয়েছে।

ভোটগ্রহণ ২৩ জুন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে ২৪ জুন। মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া চলবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত (সরকারি ছুটির দিন বাদে)।
২০ মে থেকে ২৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে মডেল আচরণবিধি কার্যকর থাকবে। নির্বাচনের ফলাফল ২৫ জুন রাজ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের নাম ২৬ জুন সরকারি গেজেটে প্রকাশ করা হবে।