সংস্কারের অভাবে বেহাল দশা ২০৮ নং জাতীয় সড়ক, পথ অবরোধ স্থানীয়দের

আগরতলা, ২০ মে: সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে ২০৮ নং জাতীয় সড়কের মানিক ভান্ডার চৌমুহনী এলাকা। আজ ওই এলাকায় কাঁদার মধ্যে আটকে পড়লো পাথর বোঝাই লরি। ফলে, তিন দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশেষে বাধ্য হয়ে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নির্মাণের ছ’মাস পর থেকেই বেহাল হয়ে পড়েছে ২০৮ নং জাতীয় সড়ক। সংস্কারের অভাবে ধুঁকছে জরাজীর্ণ অবস্থায় খোয়াই -কমলপুর -কুমারঘাট রোড’র মানিকভান্ডার চৌমুহনি। আজ একটি পাথর বোঝাই লরির চাকা কাঁদায় ফেঁসে যায়। তাতে, তিন দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে, জনগণ চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকদিন এ রাস্তা ধরেই যাতায়াত করতে হয় তাঁদের। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় যানচলাচলে সমস্যা রয়েছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদের। অবশেষে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।