নয়াদিল্লিতে দিল্লি গেমস ২০২৫-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

নয়াদিল্লি, ২০ মে — দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে “দিল্লি গেমস ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে তিনি বলেন, “দিল্লি গেমস ভবিষ্যতের জাতীয়, কমনওয়েলথ এবং অলিম্পিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিভাবান অ্যাথলিটদের খুঁজে বের করা এবং তাঁদের দক্ষতা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।”

মুখ্যমন্ত্রী জানান, দিল্লি সরকার রাজ্যের ক্রীড়া বাজেট দ্বিগুণ করেছে এবং খেলোয়াড়দের পুরস্কার অর্থ চারগুণ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তিনি শহরে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির ক্রীড়ামন্ত্রী আশীষ সুদ। তিনি বলেন, “রাজধানীতে ক্রীড়া পরিকাঠামোকে শক্তিশালী করতে ক্রীড়া বিভাগ সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই সময়টাই উপযুক্ত অলিম্পিকের মতো বৃহৎ প্রতিযোগিতার জন্য অ্যাথলিটদের প্রস্তুতি শুরু করার।”

এই মেগা ক্রীড়া ইভেন্টে ১২,০০০-এরও বেশি অ্যাথলিট অংশ নিচ্ছেন। শহরের ২৫টিরও বেশি ভেন্যুতে ৪০টিরও বেশি খেলায় এই অ্যাথলিটরা প্রতিযোগিতা করবেন। দিল্লি অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এটি স্পনসর করছে পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন পাবলিক সেক্টর সংস্থা।