কলকাতা, ২০ মে : ‘অপারেশন সিন্দুর’-এ ভারতের অবস্থান বিশ্বের দরবারে তুলে ধরতে গঠিত সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের হয়ে অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলীয় সূত্রে এই ঘোষণা করা হয়।
সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং প্রতিনিধি হিসেবে তৃণমূলের পক্ষ থেকে একজনের নাম চেয়ে পরামর্শ চান। মুখ্যমন্ত্রী এরপর লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এর আগে, কেন্দ্রের তরফে বহরমপুরের প্রথমবারের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু তৃণমূলের আপত্তিতে ইউসুফ পাঠান নাম প্রত্যাহার করে নেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে।”
এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এই সময়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি আমাদের দেশের কণ্ঠস্বরকে স্পষ্ট ও দৃঢ় করবে। তাঁর উপস্থিতি বাংলার অবস্থান তুলে ধরার পাশাপাশি ভারতের অবস্থানকেও মজবুত করবে।”
তৃণমূল নেতৃত্ব মনে করছে, রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলে যোগদানের ফলে দলের পক্ষে একটি শক্ত বার্তা যাবে। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন।
অভিষেক সোমবার সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পরে জানান, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সর্বদা কেন্দ্রের পাশে থাকবে, কিন্তু আমাদের প্রতিনিধি কে হবেন তা কেন্দ্র একতরফাভাবে ঠিক করতে পারে না। সরকার যদি চায়, আমরা প্রতিনিধি পাঠাতে প্রস্তুত।”
এছাড়াও, অতীতে বাজপেয়ী সরকারের সময়ও তৃণমূল এমন একতরফা সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দলের মতামত জানান।
প্রসঙ্গত, কংগ্রেসের তরফ থেকেও কেন্দ্রীয় প্রতিনিধিদলে কয়েকজনের নাম পাঠানো হলেও, কেন্দ্রের প্রকাশিত তালিকায় সেসব নাম অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে কংগ্রেসও কেন্দ্রের বিরুদ্ধে “রাজনৈতিক খেলা” খেলার অভিযোগ তোলে।
তবে সমস্ত রাজনৈতিক বিতর্কের বাইরে, তৃণমূল এবার জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির প্রশ্নে দলের মূলনীতিতে অটল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
2025-05-20

