আগরতলা, ১৯ মে : বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অবিস্মরণীয় নেতা হো চি মিনের ১৩৬ তম জন্মদিনে সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এদিন তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের নেতৃত্বরা।
এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, হো চি মিন ১৮৯০ সালের ১৯ মে জন্মগ্রহণ করেছিলেন ভিয়েতনামে। তার আসল নাম ছিল নুগুয়েন সিন কুং। যিনি আঙ্কেল হো নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ভিয়েতনামী বিপ্লবী এবং রাজনীতিবিদ। আদর্শগতভাবে তিনি ছিলেন একজন মার্কসবাদী-লেনিনবাদী, তিনি ইন্দোচীন কমিউনিস্ট পার্টি এবং ১৯৫১ সালে এর উত্তরসূরী ওয়ার্কার্স পার্টি অফ ভিয়েতনাম পরবর্তীতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন করে গেছেন তিনি। আজ তাঁর ১৩৬ তম জন্মবার্ষিকী। আজকের দিনটি সিপিআইএম যথাযথ মর্যাদায় পালন করে। আজ সিপিআই(এম) সদর দপ্তরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলের নেতৃত্বরা।

