ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সেকেরকোটে তিরঙ্গা যাত্রায় শামিল হন রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে:
ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সোমবার বিকেলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোটে বাজারে এক বিশাল তরঙ্গ র‌্যালীর আয়োজন করা হয়। এই তিরঙ্গা র‌্যালীর অংশগ্রহণ করেছেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন তিরাঙ্গা র‌্যালীর সেকেরকোট নাট মন্দির থেকে শুরু করে আগরতলা বিশালগড় জাতীয় সড়ক ধরে দারুগাবাড়ি হয়ে পুনরায় আবার নাট মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এদিন এই তিরঙ্গা র‌্যালীর সকলেই বৃষ্টিকে উপেক্ষা করে দেশ মাতৃকার স্বার্থে এবং দেশের সেনাবাহিনীর শুভেচ্ছা জানিয়ে র‍্যালীতে পা মিলিয়েছেন।

এদিন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব জানিয়েছেন জম্মু-কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপৃষ্ট জঙ্গিরা যেভাবে নিরীহ নিরপরাধ পর্যটকদের হত্যা করেছে তার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়ানরা অপারেশন সিন্দুর মাধ্যমে পাকিস্তানকে সঠিক জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারতের দিকে যদি কেউ আঙ্গুল তোলার দুঃসাহস করে তাহলে ভারতীয় সেনাবাহিনী ঠিক এইভাবে জবাব দিতে প্রস্তুত রয়েছে। তাই এদিন বিধায়িকা কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেছেন সিন্দুর নামে এই অপারেশন থেকে এই যাত্রায় অবশ্যই পাকিস্তান শিক্ষা নিয়েছে। তবে যে কোন সময় যে কোন দেশ যদি ভারতের বিরুদ্ধে যায় তাহলে ভারত তাদের কোনভাবেই ছেড়ে দেবেনা।