তাল্লিন, ১৯ মে: রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়া যদি অনমনীয় মনোভাব বজায় রাখে, তবে কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে — এমনই সতর্কবার্তা দিলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাব।
লেনার্ট মেরি সুরক্ষা সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে স্টাব জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ক্রমশই অধৈর্য হয়ে উঠছেন। আসছে সোমবার ট্রাম্প-পুতিনের ফোনালাপ নির্ধারিত আছে, যা আগামী নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্টাব।
তিনি বলেন,”জেলেনস্কি ধৈর্য ধরেছেন, আর ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন — তবে সঠিক দিকেই, রাশিয়ার বিরুদ্ধে।”
ফিনিশ প্রেসিডেন্ট জানান, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল রাশিয়ার আর্থিক ভিত্তিকে লক্ষ্য করে একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করতে চলেছেন।
স্টাব বলেন,“আমি প্রায় প্রতিদিনই গ্রাহামের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি এই প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বলেছেন ‘হাড়ভাঙা’ ।”
এই নিষেধাজ্ঞা এমন সব বিদেশি সংস্থার উপর লক্ষ্য স্থাপন করতে পারে, যারা রুশ জ্বালানি খাতে লেনদেন করছে। প্রস্তাবিত বিলের খসড়ায় এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির পণ্যের উপর ৫০০% শুল্ক বসানোর কথাও উল্লেখ ছিল — যা অতীতে ট্রাম্পের কঠোর বাণিজ্যনীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
স্টাবের মতে, নিষেধাজ্ঞার কেবল হুমকিও কূটনৈতিক ক্ষেত্রে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।
“রাশিয়া আর কোনো মহাশক্তি নয়” — ট্রাম্পকে বললেন স্টাব
ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক এক আলোচনার প্রসঙ্গ তুলে ধরে ফিনিশ প্রেসিডেন্ট বলেন,“রাশিয়ার অর্থনীতি ইতালির চেয়ে ছোট, স্পেনের চেয়ে একটু বড়। তারা তিন বছর আগে ইউক্রেনের সার্বভৌমত্ব অস্বীকার করতে চেয়েছিল। এই বছর তাদের অগ্রগতি এক শতাংশেরও কম। সুদের হার ২০ শতাংশের বেশি, রিজার্ভ প্রায় শেষ।”
তিনি বলেন,“এখন রাশিয়াকে কোনো বড় শক্তি হিসেবে দেখা যায় না।”
স্টাবের মতে, আমেরিকাকে বোঝাতে হবে যে মুক্ত বাণিজ্য ও সম্মিলিত প্রতিরক্ষাই সবচেয়ে কার্যকর কৌশল। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনেকটা ১৯ শতকের শক্তির ভারসাম্যের মতো। আমাদের বোঝাতে হবে যে ইউরোপ নিরাপত্তার ভোক্তা নয়, প্রদানকারী।
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনা ইউক্রেনকে বাদ দিয়ে করা চলবে না। শীর্ষস্তরে কোনো একক পদক্ষেপ নয়, সব ইউরোপীয় প্রচেষ্টা ও নেতৃত্ব — অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মাধ্যমে সমন্বিত হওয়া উচিত।

