গুয়াহাটি, ১৯ মে: আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কংগ্রেস সাংসদ গৌরব গগৈর মধ্যে চলমান রাজনৈতিক সংঘাত রবিবার নতুন মাত্রা পেল। মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, গগৈ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর আমন্ত্রণে সেখানে গিয়ে ‘প্রশিক্ষণ’ নিয়েছেন। এর জবাবে গগৈ এই অভিযোগকে “ভিত্তিহীন, হাস্যকর ও অসার” বলে উল্লেখ করে শর্মাকে “৫০০ টাকার বিজেপি ট্রোল”-এর সঙ্গে তুলনা করেন।
“আইএসআই-এর প্রশিক্ষণে গিয়েছিলেন গগৈ” — মুখ্যমন্ত্রী
রবিবার হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন,“তিনি (গগৈ) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে গিয়েছিলেন, যেখানে আইএসআই রয়েছে। এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সমতুল্য। এটাই প্রথমবার বলছি — ওখানে প্রশিক্ষণ নিতেই গিয়েছিলেন তিনি। না হলে আইএসআই কেন ডাকবে?”
তিনি আরও বলেন,“সরকারি অনুমতি না নিয়ে যদি কেউ পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে যান, সেটা স্পষ্টতই গুপ্তচরবৃত্তি। তারপর দেশে ফিরে রাফাল নিয়ে প্রশ্ন তোলেন, পার্লামেন্টে নিরাপত্তা স্তর ও পারমাণবিক অস্ত্রের অবস্থান নিয়ে জানতে চান। এসব প্রশ্ন তাঁকে কে লিখে দিয়েছে?”
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী শর্মা একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেন গগৈ ও তাঁর স্ত্রী এলিজাবেথের বিরুদ্ধে আইএসআই-যোগের অভিযোগ তদন্তের জন্য। শর্মা জানিয়েছেন, এসআইটি রিপোর্ট প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর।
“৫০০ টাকার ট্রোলের মতো আচরণ করবেন না” — পাল্টা কটাক্ষ গগৈর
এই বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাবে গৌরব গগৈ বলেন,“আমি রাজনীতিতে পা রাখার পর থেকেই মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে চলেছেন। আপনি একজন মুখ্যমন্ত্রী। আপনার সঙ্গে একটা ৫০০ টাকার বিজেপি ট্রোলের পার্থক্য থাকা উচিত।”
তিনি প্রশ্ন তোলেন,“যখনই প্রমাণ চাই, বলা হয় সেপ্টেম্বরে পাব। আজ পর্যন্ত একটাও প্রমাণ দেখাতে পারেননি। সেপ্টেম্বরের রিপোর্ট দিন, কিন্তু এখনো পর্যন্ত যে এত কিছু বলছেন, তার কিছু তো দেখান। আমরা নিজেরাও জানতে চাই।”
এই রাজনৈতিক বিবাদ আসামের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন উত্তাপ ছড়িয়েছে। কংগ্রেস পক্ষ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে এবং বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে ‘দেশবিরোধী যোগসূত্র’-এর অভিযোগ জোরালো করছে। সেপ্টেম্বরে SIT রিপোর্ট প্রকাশ হলে বিষয়টি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

