আগরতলা, ১৭ মে: প্রবল বৃষ্টির মধ্যেই শনিবার সাত সকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান। দমকলবাহিনীর মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। আজ সকালে চড়িলাম বাজারের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকানের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে চড়িলাম বাজারের একটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিক অজয় কর্মকার ও অভয় কর্মকারকে খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ। কিন্তু বার বার ফোন করলেও টেলিফোন বন্ধ ফায়ার সার্ভিসের। দীর্ঘ সময় পর বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানা ওসির মারফত খবর পেয়ে ছুটে গিয়ে বিশালগড়, বিশ্রামগঞ্জের দুটি ইঞ্জিন। ইঞ্জিনের জল শেষ হওয়ার পর পাশে থাকা একটি পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকানের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

