রাস্তার পাশে লাইট পর্যন্ত রাখা যাচ্ছে না, সবই নিয়ে যাচ্ছে চোরেরা

আগরতলা, ১৭ মে : চোরের জ্বালায় অতিষ্ঠ জম্পুইজলার অমরেন্দ্রনগর এলাকার মানুষ। গতকাল রাতে অমরেন্দ্র নগর বাজারে প্রমোদনগর টাকারজলা রাস্তা পাশে থাকা সোলার লাইটের খুঁটি, সোলার লাইটের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল।চোরের কাছে অসহায় অমরেন্দ্র নগর এলাকার মানুষ।

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরেন অমরেন্দ্রনগর এলাকার এলাকার অসহায় কৃষক অজুত মিয়া। তবে এক্ষেত্রে অমরেন্দ্রনগর আউট পোস্টের পুলিশ এলাকায় কোন টহলদারী দেয়নি বলে অভিযোগ করেন।