নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,১৭ মে: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ওই ঘটনা গাছবাড়িয়া (মাইছড়া) এলাকায় বিলোনিয়া থানার অন্তর্গত হারাধন মজুমদারের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিসংযোগ ঘটে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে গাছবাড়িয়া (মাইছড়া) এলাকায় বিলোনিয়া থানার অন্তর্গত হারাধন মজুমদারের ভয়াবহ আগুন লাগে। সাথে সাথে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসী এবং দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বসত ঘরটি সম্পূর্ণরূপে

