নয়াদিল্লি, ১৬ মে : আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুজরাটের ভুজের উদ্দেশে রওনা হয়েছেন। এই সফরের সময় তিনি ভুজ বিমান বাহিনী স্টেশনে বায়ু সেনাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।
শ্রী সিং ‘স্মৃতিবন’ দর্শনও করবেন, যা ২০০১ সালের ভুজ ভূমিকম্পে প্রাণ হারানোদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ ও সংগ্রহশালা।

