আগরতলা, ১৬ মে : নেশা সাম্রাজ্যের বিরুদ্ধে এবার কঠোর ভূমিকায় আমতলী থানা। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই নেশা কারবারিরা আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস সড়কটি মুক্তাঞ্চল হিসাবে বেছে নিয়েছিল। যার ফলে নেশা কারবারিরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা সামগ্রী পাচার করতো।
আমতলী থানার পুলিশ এর আগেও বাইপাস সড়কে নেশাপাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তারপরেও পুরোপুরিভাবে নেশাপাচার বন্ধ করা যায়নি। যার ফলে এবার নেশা পাচারকারীদের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ কঠোরভাবে মাঠে নেমেছে। শুক্রবার দুপুর থেকে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা চেকিং এ পুলিশের ডগস্কোয়াডের প্রশিক্ষিত সারমেয় দিয়ে বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা সবগুলি গাড়িতে অভিযান চালানো হয়। ডগস্কয়াডের প্রশিক্ষিত সারমেয়দের এমনভাবেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে যা তল্লাশি অভিযানের সময় গাড়িতে কোন ধরনের মাদকদ্রব্য থাকলে তা খুঁজে বের করবে।
এদিনের এই তল্লাশি অভিযানে ছিলেন আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা। সাংবাদিকদের সামনে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন, এই অভিযানটি মূলত বাইপাস সড়ক দিয়ে নেশার রমরমা পাচার বাণিজ্য বন্ধ করার জন্য।
তিনি আরো জানিয়েছেন, এখন থেকে আমতলী থানার পুলিশ নেশার বিরুদ্ধে কঠোরভাবে এই ধরনের তল্লাশি অভিযান জারি রাখবে। এই অভিযানে কোনো ধরনের নেশাসামগ্রী সহ নেশাপাচারকারীরা পুলিশের হাতে ধরা পড়লেই নেওয়া হবে আইনগত কঠোর ব্যবস্থা। শুক্রবার দুপুর থেকে আমতলী থানার পুলিশের এই বিশেষ অভিযান দেখে অনেক সচেতন সম্পন্ন ব্যক্তিদের বলতে শোনা গেছে এইভাবে চুরাইবাড়ি থেকে শুরু করে সাবরুম পর্যন্ত যতগুলি থানা রয়েছে সবগুলি থানার পুলিশ যদি প্রতিনিয়তই এই ধরনের কঠোর তল্লাশী অভিযান জারি রাখে তাহলে অন্তত কিছুটা হলেও নেশা সামগ্রীর রমরমা পাচার বাণিজ্য রুখা যাবে।

