অমিত শাহ আহমেদাবাদে ৩৭৯ কোটি টাকার উড়ালপুল প্রকল্পের শিলান্যাস করবেন

আহমেদাবাদ, ১৬ মে: দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার আহমেদাবাদের পশ্চিমাঞ্চলে দুটি বড় উড়ালপুল প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি শহরের নগর পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, প্রায় ৩৭৯ কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য শহরের ব্যস্ত সড়কগুলিতে যানজট কমানো এবং লক্ষাধিক বাসিন্দার দৈনন্দিন যাত্রা আরও সহজ ও দ্রুততর করে তোলা। প্রথম উড়ালপুলটি হবে ল’ গার্ডেন থেকে সিএন বিদ্যালয় পর্যন্ত রুটে, এবং দ্বিতীয়টি চিমনভাই প্যাটেল ব্রিজের সমান্তরাল পথে নির্মিত হবে। এই দুটি উড়ালপুল নির্মাণের কাজ আগামী ৩৪ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এএমসি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেবাং দানি জানান, এই প্রকল্পগুলি শহরের সবচেয়ে ব্যস্ত অঞ্চলের যান চলাচল সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে পরিকল্পিত। ৭৭০ মিটার দীর্ঘ ল’ গার্ডেন উড়ালপুল, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪২.০২ কোটি টাকা, এটি পঞ্চবটি ক্রসরোড, আমবাওয়াদি সার্কেল ও সিএন বিদ্যালয় এলাকার যাতায়াত অনেক সহজ করবে এবং প্রতিদিন প্রায় ১.৫ লাখ যাত্রীর উপকারে আসবে।

দ্বিতীয় বৃহৎ প্রকল্পটি হলো প্রায় ২০০০ মিটার দীর্ঘ তিন-স্তরবিশিষ্ট উড়ালপুল, যার খরচ ধরা হয়েছে প্রায় ২৩৭.৩২ কোটি টাকা। এটি চিমনভাই প্যাটেল ব্রিজ থেকে শুরু হয়ে সুবাস ব্রিজ পর্যন্ত বিস্তৃত হবে। রেলওয়ের ওপরে যে অংশটি যাবে, তা নির্মাণ করবে ভারতীয় রেল, আর বাকি অংশ এবং উড়ালপুলের নিচে নাগরিক পরিষেবা কেন্দ্র গড়ে তুলবে এএমসি। এএমসি-এর মতে, এই প্রকল্পগুলি শহরের উচ্চ-ঘনত্বযুক্ত এলাকাগুলিতে যানজট কমাতে এবং যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

শুধু আহমেদাবাদ নয়, সুরাত, বরোদা ও রাজকোটেও বহুস্তরবিশিষ্ট উড়ালপুল এবং করিডর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ট্র্যাফিক সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে, বিশেষ করে শিল্পাঞ্চল এবং রেলক্রসিং এলাকাগুলিতে।