জন্মদাতা পিতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত গুনধর পুত্রের, ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে:
জন্মদাতা পিতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করল গুণধর পুত্র। ঘটনা চড়িলামের রামছড়ার কালীটিলা এলাকাতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আহত পিতার নাম জীবন সরকার। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। অভিযুক্ত পুত্রের নাম মনোরঞ্জন সরকার। জীবন সরকারকে ধারালো কুড়াল দিয়ে আঘাত করে তার পুত্র মনোরঞ্জন সরকার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পুত্র পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত জীবন সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জীবন সরকারের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। জানা গেছে নেশাগ্রস্ত হয়েই গুণধরপুত্র তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে জখম করেছে। নেশার টাকা না দেওয়াতেই এই রক্তারক্তি কান্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

অভিযোগ, প্রায় সময় অভিযুক্ত যুবক নেশার টাকার জন্য তার মা-বাবার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এলাকা সূত্রে সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। নেশার ভয়াবহতা কতটা ভয়ানক হতে পারে তার দৃষ্টান্ত আরও একবার স্থাপিত হয়েছে চরিলামের রাম ছড়ার কালি টিলা এলাকাতে।