উদয়পুরে বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

উদয়পুর, ১৪ মে: গোমতী জেলার পালাটানা শীতলাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। বলেরো গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত দেবনাথ নামে এক যুবকের। নিহত জয়ন্তের বাড়ি ওই এলাকারই শীতলাবাড়িতে।
একই স্কুটিতে থাকা অপর দুই বন্ধু প্রাণকৃষ্ণ গিরি ও সাগর দেবনাথ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন। কাকড়াবন দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি দল এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে তড়িঘড়ি আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে সাগর দেবনাথকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।