ব্যাংকক, ১৪ মে: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড় আকর্ষি কাশ্যপ ও উন্নতি হুড্ডা নারী সিঙ্গলস বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।
আকর্ষি কাশ্যপ জাপানের কাওরু সুগিয়ামাকে ২১-১৬, ২০-২২, ২২-২০ সেটে হারিয়ে পরবর্তী পর্বে পৌঁছান। অন্যদিকে, উন্নতি হুড্ডা থাইল্যান্ডের থামোনওয়ান নিথিটিকরাইকে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ স্কোরে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছেন।
নারী ডাবলস বিভাগে আজ ভারতের গায়ত্রী গোপীচাঁদ ও ত্রিসা জলি মিশ্রজুটির মুখোমুখি হবেন মালয়েশিয়ার কারমেন টিং ও অং শিন ইয়ের বিরুদ্ধে।
এদিকে, পুরুষ সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেন দুর্ভাগ্যবশত হেরে গেছেন। তিনি আয়ারল্যান্ডের নিহাত গুয়েনের কাছে ১৮-২১, ২১-৯, ১৭-২১ স্কোরে পরাজিত হন।

