উত্তর ভারত বাজারে চুরিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মন্ডলের সভাপতি

বিলোনিয়া, ১২ মে: উত্তর ভারত বাজারে চুরি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিলোনিয়া মন্ডলের সভাপতি সায়ন্তন দত্ত। মন্ডল সভাপতি সায়ন্তন দত্তের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছু আর্থিক সহায়তা পেয়েছেন।

প্রসঙ্গত, গত ৬ মে উত্তর ভারত বাজারের ২৪ টি দোকানে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীদের কিছু আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার বার্তা যেন ব্যাবসায়ীদের মুখে কিছুটা হলেও হাঁসি ফুটে উঠে । আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি হয় উত্তর ভারত বাজার শেডে রবিবার বিকেলে । আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম সরকার ও গৌতম দত্ত গুপ্ত, উত্তর ভারত বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি,উত্তর ভারত গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা। এছাড়া বাজার ব্যাবসায়ী সহ এলাকার প্রবীণ ব্যাক্তিরা।

আলোচনা রাখতে গিয়ে নেতৃত্বরা, এই চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকার বাজার ব্যবসায়ী সহ জনগনকে সদা সতর্ক থাকার আবেদন জানান। এছাড়া বাজার ব্যাবসায়ীদের পক্ষ থেকে বাজার পাহারা দার নিযুক্তি করন সহ উন্নত ধরনের সিসি ক্যামেরা বসানোর জন্য আবেদন রাখেন নেতৃত্বদের কাছে। বাজার ব্যবসায়ীদের এই আবেদন সাড়া দিয়ে মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত বলেন কিছুদিনের বাজার কমিটিদের নিয়ে এক সভা করবেন।