আগরতলা, ১২ মে: রাতের আঁধারে বগাফা আশ্রম দ্বাদশ স্কুল সংলগ্ন এলাকায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়ায় রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে শান্তির বাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় সংলগ্ন ৬ টি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরেদের হানা থেকে রক্ষা পায়নি স্থানীয় সরকারি নায্যমূল্যের দোকান ও পোষ্ট অফিসের কার্যালয়। চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। সোমবার সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় খবর দিয়েছেন। চুরির খবর পেয়ে থানাবাবুরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
এদিকে, স্থানীয় লোকজন ও দোকানদাদের অভিযোগ, বিগতদিনেও এই বাজারে চুরি করে চোরের দল। বগাফা বাজারে পুলিশ সঠিকভাবে টহলদারী করলে এই ধরনের চুরিকান্ড ঘটত না বলে জানান লোকজনেরা। সকলে চাইছে পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করুক। এখন দেখার বিষয় চুরিকান্ডের সাথে জরিতদের আটক করতে এবং বগাফা বাজার এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

