ইসলামাবাদ, ১১ মে : ভারত-পাকিস্তান সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার চীনকে “সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু” আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বক্তব্যে চীনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে শরিফ বলেন, “আমার আজকের ভাষণ অসম্পূর্ণ থাকবে যদি আমি আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, চীনের কথা না বলি।”
প্রধানমন্ত্রী শরিফ জানান, “গত ৫৮ বছর ধরে পাকিস্তানের পাশে থাকার জন্য আমি চীনের মাননীয় রাষ্ট্রপতি এবং জনগণের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
শেহবাজ শরিফ আরও জানান, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইরানকেও ধন্যবাদ জানান।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এদিন এক টেলিফোন সংলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে আশ্বস্ত করে বলেন, “চীন পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা রক্ষায় পাশে থাকবে।” চীনের পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে বলা হয়েছে, চীন পাকিস্তানের ‘সর্বমৌসুমী কৌশলগত সহযোগী’ এবং ‘লোহা-বন্ধু’ হিসেবে পাশে থাকবে।
যদিও এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার গভীর রাতে পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
উল্লেখ্য, এপ্রিল ২২ তারিখে কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন, যাদের অধিকাংশই পর্যটক, নিহত হন। সেই ঘটনার পর চীন তখন দুই পক্ষকে সংযত থাকতে এবং উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছিল। কিন্তু ভারতীয় অভিযানের সমালোচনায় চীন পাকিস্তানের পক্ষে কূটনৈতিক অবস্থান গ্রহণ করে।

