নয়াদিল্লি, ১০ মে : ভারত সরকারের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি শনিবার স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের ‘মিথ্যা’ দাবি — ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং সিসা ও সুরাট বিমানঘাঁটিতে আঘাত হানার — সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও অসত্য। “এই ধরনের দাবি আসলে পাকিস্তানের উস্কানিমূলক ও উত্তেজনামূলক আচরণেরই প্রমাণ,” বলেন তিনি ‘অপারেশন সিন্দুর’ বিষয়ক সাংবাদিক সম্মেলনে। এদিকে, শনিবার ভোর থেকে জম্মু, শ্রীনগর ও উদমপুর সহ ভারতের বিভিন্ন শহরে শোনা যাচ্ছে একাধিক বিস্ফোরণের শব্দ।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান একাধিকবার ভারতের পশ্চিম সীমান্তে হামলা চালিয়েছে, ড্রোন, দীর্ঘপাল্লার অস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করে সেনা স্থাপনাগুলিকে লক্ষ্য করেছে। তবে ভারতীয় বাহিনী সফলভাবে ২৬টিরও বেশি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে।
উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, “পাক সেনাবাহিনীকে সামনের পোস্টগুলোর দিকে এগোতে দেখা যাচ্ছে, যা তাদের আক্রমণাত্মক মনোভাব এবং উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত দেয়। ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং সব শত্রু তৎপরতার জবাব যথাযথভাবে দেওয়া হচ্ছে।”
শনিবার ভোরে জম্মু, শ্রীনগর ও উদমপুর সহ ভারতের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা নিহত হন। পরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থাপ্পার বাসভবন ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন।
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ১৫ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত ভারতের ৩২টি বিমানবন্দর থেকে সব বেসামরিক উড়ান স্থগিত থাকবে। দিল্লি ও মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের ২৫টি এয়ার ট্রাফিক সার্ভিস রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে শুক্রবার পাকিস্তানের চালানো নতুন ড্রোন হামলার তরঙ্গের বিরুদ্ধে ভারতীয় বাহিনী সফলভাবে প্রতিরোধ গড়ে তোলে। জম্মুর উত্তরাঞ্চল বারামুলা থেকে শুরু করে দক্ষিণের ভূজ পর্যন্ত ২৬টি স্থানে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী জানায়, সব ধরনের আকাশপথের হুমকি নজরে রাখা হচ্ছে এবং প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে উপযুক্ত কৌশলে।
ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে, যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু নির্ভর হামলা চালানো হয়। ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, তারই জবাবে এই অভিযান চালানো হয়। সবদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, *”অপারেশন সিন্দুর”-এ কমপক্ষে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

