রাজ্যের বাইরে অধ্যয়নরত ত্রিপুরার ছাত্রদের জন্য হেল্পলাইন নম্বর জারি

আগরতলা, ১০ মে : ত্রিপুরার বাইরে অধ্যয়নরত রাজ্যের ছাত্রদের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের রেসিন্ডেট কমিশনার।

নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের রেসিন্ডেট কমিশনারের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চলে অধ্যয়নরত ত্রিপুরা থেকে বসবাসকারী সমস্ত ছাত্রদের জানানোর জন্য যে কোনও সাহায্য বা সহায়তার ক্ষেত্রে তাঁরা নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের
যুগ্ম আবাসিক কমিশনার রঞ্জিত দাসের সাথে যোগাযোগ করতে পারেন। তাঁর নম্বর হল ৯৬১২৭৬৬২৩২।

তাছাড়া, আপাতকালীন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের জন্য হেল্পলাইন নম্বরও জারি করেছে। টোল ফ্রি নম্বর গুলি হল, ০১১-২৩০-১৫১৫৭, ৯৮৭১০৩৫৯৪৪। এই নম্বরগুলি যেকোনো ধরনের সহায়তার জন্য দিনরাত পাওয়া যাবে।