অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার অর্জুনের মৃত দেহ

আগরতলা, ৭ মে: গত সোমবার রাতে পুলিশের তাড়া খেয়ে মদ্যপ অবস্থায় পালাতে গিয়ে মুহুরি নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘোরে প্রাণ গেল বিলোনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশায় রংমিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, টিএসআর নবম ব্যাটেলিয়ান এবং অবশেষে এনডিআরএফ দলের সকল চেষ্টাকে বিফল করে দিয়ে আজ সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ।

সাত সকালে খবর জানাজানি হতেই শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দু’ধারে এবং ব্রিজের উপর। ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় এনডিআরএফ এর সদস্যদের। তারপর এনডিআরএফ দলের সদস্যরা মুহুরি নদী থেকে উদ্ধার করল অর্জুন দাসের পচাগলা মৃতদেহ। সাথে সাথে বিলোনিয়া মহাকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। আর ততক্ষণে নদী এলাকা থেকে হাসপাতালে পরিবারের লোকজনদের আত্মকান্নায় ভরে উঠে আকাশ বাতাস। সকলের মধ্যে নেমে আসে চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোকের ছায়া। অর্জুন দাসের দেহ নদীর জলে ভেসে উঠতেই বাকরুদ্ধ সকলে।

তবে পরিবারের পক্ষ থেকে পুলিশের দায়িত্ব-কর্তব্য এবং কান্ডজ্ঞানহীনতাই বারবার ফুটে উঠছে। অর্জুন দাসের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে।