আগামীকাল ত্রিপুরাজুড়ে সিভিল ডিফেন্স মক ড্রিলের আয়োজন করা হয়েছে : রাজস্ব সচিব

আগরতলা, ৬ মে : রাজ্যজুড়ে আগামীকাল ৭ মে মঙ্গলবার বিকেল ৩:৩০টায় একযোগে সিভিল ডিফেন্স মক ড্রিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে এই তথ্য জানান।

তিনি বলেন, এই মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এবং সিভিল ডিফেন্স আইন, ১৯৬৮-এর অধীনে অনুষ্ঠিত হচ্ছে। এর মূল লক্ষ্য হল—শত্রুপক্ষের আক্রমণ কিংবা প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় রাজ্যের প্রস্তুতি ও বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় যাচাই করা।

রাজস্ব সচিব বলেন, “এই মহড়ায় সতর্কতা ব্যবস্থা, সুরক্ষিত স্থানে সরানো, জরুরি উদ্ধার অভিযান এবং জরুরি পরিষেবা পুনঃপ্রতিষ্ঠা—সবকিছুর কার্যকারিতা মূল্যায়ন করা হবে।” এই মহড়ায় প্রতিটি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা সিভিল ডিফেন্স কর্পস নেতৃত্ব দেবে। এদের সঙ্গে থাকবে পুলিশ, দমকল, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলি।

মহড়ায় অংশ নেবে প্রতিটি জেলায় থাকা সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকরা। ব্রিজেশ পাণ্ডে বলেন, “এই স্বেচ্ছাসেবকরাই যেকোনও বিপর্যয়ের প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করেন। তাই মহড়ায় তাদের সক্রিয় ভূমিকা থাকবে।” মহড়ায় থাকবে বিমান হামলার সতর্ক সংকেত প্রচার, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপন, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা সহায়তার অনুশীলন।

পাশাপাশি, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান, আগরতলায় এই মহড়া অনুষ্ঠিত হবে উমাকান্ত স্কুলে। অংশ নেবে এনসিসি, ত্রিপুরা স্টেট রাইফেলস, হোম গার্ডস, ‘আপদা মিত্র’ স্বেচ্ছাসেবকরা, চিকিৎসা দল এবং ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিস।

ডাঃ কুমার বলেন, “মহড়াটি বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলবে। মহড়ার পর্যায় বোঝাতে বিকেল ৪টা এবং ৫:৩০টায় দুটি পৃথক ধাপে সাইরেন বাজানো হবে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে মহড়ার সময় আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই মহড়া রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।