আগরতলা, ৪ মে: মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেশা মুক্ত ত্রিপুরা গঠনের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা বিরোধী অভিযান জোরদার হয়েছে। সেই অভিযানের অঙ্গ হিসেবে রবিবার বড়দোয়ালী যুব মোর্চা বড় পদক্ষেপ নেয়।
৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর এলাকায় যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহার নেতৃত্বে একদল কর্মী অভিযান চালান। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে, ওই এলাকার সুমন দেব ও তার ভাগিনা প্রশান্ত ঘোষ নেশা সামগ্রী বিক্রয়ের সঙ্গে যুক্ত।
এদিন বড়দোয়ালী কর্পোরেটর অভিজিৎ মল্লিকের উপস্থিতিতে যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা দিলে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সুমন দেবকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যদিও অভিযুক্ত প্রশান্ত ঘোষকে সেসময় খুঁজে পাওয়া যায়নি, তবে যুব মোর্চা সূত্রে জানানো হয়েছে, তাকেও খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
এলাকাবাসী যুব মোর্চার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নেশার জালে জর্জরিত ছিল এলাকা, এবার হয়তো মুক্তির আশা দেখা যাচ্ছে।

