ধর্মনগর, ৪ মে: উত্তর ত্রিপুরার মানুষের জন্য আশার আলো নিয়ে এলো রবিবার। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল ধর্মনগর ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার-এর নির্মাণকাজ।
এই মহতী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে কাসার ক্যান্সার হাসপাতাল সোসাইটির সহায়তায়। রবিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
হাসপাতালের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় মানুষ। বিধায়ক জানান, এই হাসপাতাল চালু হলে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যান্সার রোগীরাও উপকৃত হবেন। তারা অত্যাধুনিক ও সুলভ চিকিৎসা সুবিধা পাবেন।
বিশ্ববন্ধু সেন আরও জানান, কাছার ক্যান্সার হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগেই এই হাসপাতালের কাজ বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যেই ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত দুটি কক্ষ সরকারি বরাদ্দে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা এখান থেকেই শুরু করা হবে বলে তিনি জানান।
এই প্রকল্পের মাধ্যমে উত্তর জেলার স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।
2025-05-04

