নয়াদিল্লি, ৩ মে : আমৃতসর জোনাল ইউনিটের নেতৃত্বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) চার রাজ্যে টানা চার মাসের অভিযানে মাদক চোরাচালানকারী একটি বৃহৎ চক্রের সন্ধান পায় এবং ৫৪৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। অভিযানে চক্রের সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এক সামাজিক মাধ্যম পোস্টে এনসিবি-কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘ভারত মাদক চোরাচালানের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপ নিচ্ছে। এই সাফল্য প্রধানমন্ত্রীর ‘নেশামুক্ত ভারত’ নির্মাণের লক্ষ্যপূরণে এক বড় পদক্ষেপ।’’
অভিযানটি মূলত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও মহারাষ্ট্রে চালানো হয় বলে সূত্রের খবর। এনসিবি জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক চক্র চালানো, আন্তর্জাতিক সংযোগ রাখার অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

