বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয়টি দোকান, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ মে: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছয়টি দোকান। আজ সকালে হাঁপানিয়া বাজারে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে।আনে। দমকলকর্মীর প্রাথমিক ধারণা, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ওই অগ্নিকাণ্ডের আনুমানিক লক্ষাধিক ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আচমকাই একটি টিফিনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখায় বাকি চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। কিন্তু দমকলবাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি বলেন, আজ হাপানিয়া বাজারে সকালে আগুন লেগে চারটি ফাস্টফুডের দোকান, একটি মিষ্টির দোকান, ফলের দোকান সহ ছয়টি দোকান আগুন পুড়ে যায়। তাঁর কথায়, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার এবং পুর নিগম রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার, এলাকার কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর তথা দক্ষিণাঞ্চলের চেয়ারপারসন অভিজিৎ মল্লিক, স্থানীয় কর্পোরেটের সবিতা কর।