মুম্বাইয়ে গ্লোবাল মিডিয়া-কনফারেন্সে গৃহীত ওয়েভস ঘোষণাপত্র

নয়াদিল্লি, ২ মে: ভারত (আইএএনএস)- মুম্বাইতে এক বিশ্বব্যাপী মিডিয়া সংলাপের সময় আজ WAVES ঘোষণাপত্র গৃহীত হয়েছে এবং সদস্য দেশগুলি ঐতিহ্য ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। ওয়েভস সামিটের আওতায় আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ৭৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সকল দেশ ভুল তথ্য ও বিভ্রান্তির বিস্তার রোধ করতে এবং গণমাধ্যমের সততা, তথ্য-ভিত্তিক সাংবাদিকতা এবং দায়িত্বশীল বিজ্ঞাপন প্রচারে সম্মত হয়েছে।