চাকরি কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ঝুলিয়ে তালা দিল স্থানীয়রা

আগরতলা, ২ মে : চাকরি কেলেঙ্কারির অভিযোগে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ঝুলিয়ে তালা দিলো স্থানীয়রা। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে অঙ্গওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়া হচ্ছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার বিউটি শিল অঙ্গনওয়াড়ী কর্মী হিসেবে চাকরিতে যোগ দিতে গেলে শুক্রবার সকাল থেকে এলাকাবাসীরা বিশালগড় নবীনগর গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া অঙ্গনওয়াড়ী সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি গরিবদের বঞ্চিত করে কোটি পতিদের ঘরে দেওয়া হয়েছে চাকরি। সুষ্ঠু বিচার চাইছে স্থানীয়রা। ওই ঘটনায় চরম উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায়। এলাকাবাসী মিলিতভাবে অঙ্গনওয়াড়ী সেন্টারের তালা ঝুলিয়ে দেয়।