কেরালার ভিঝিনজাম আন্তর্জাতিক গভীর জল বহুমুখী সমুদ্রবন্দরের শিলান্যাস

নয়াদিল্লী, ২ মে : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার তিরুভনন্থপুরমে ভিজিঞ্জাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উত্সর্গ করেন। বহুমুখী এই সমুদ্র বন্দর দেশের প্রথম সেমি অটোমেটেড বন্দর। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বন্দরটি চালু হলে কেরালার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, বাড়বে রাজস্য আয়ও।

আগেই জানানো হয়েছে, দুদিনের সফরে শ্রী মোদি গতসন্ধ্যায় কেরালা পৌঁছন। তিনি আজ বন্দরের বন্দরের কাজকর্ম পরিচালনার ভবনটিও ঘুরে দেখছেন। প্রত্যক্ষ করছেন সেখানকার নিয়ন্ত্রণ ব্যবস্থাও। আজ বিকেলেই তাঁর দিল্লি ফেরার কথা।

উল্লেখ্য, ভিজিঞ্জাম বন্দরের প্রথম পর্যায়ের মূল অংশ তৈরির কাজ শেষ হয় ২০২৪ এর ডিসেম্বর মাসে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেরালার এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ভিঝিনজম বন্দর তৃতীয় সহস্রাব্দের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। অনুষ্ঠানে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী, জর্জ কুরিয়েন, প্রতিমন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভিঝিনজম বন্দর প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেলের অধীনে ৮,৯০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। ভিঝিনজম বন্দরের প্রথম পর্যায়ের নির্মাণের প্রধান অংশ ২০২৪ সালের ডিসেম্বরে সম্পন্ন হয়। কেরালার স্বপ্নের প্রকল্প ভিঝিনজম বন্দরটি প্রায় তিন দশকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। তিরুবনন্তপুরমে ভিঝিনজম বন্দর চালু হওয়ার ফলে ভারতীয় বন্দর ইতিহাসে একটি বড় ঘটনা ঘটবে, যা কেরালাকে বিশ্ব সামুদ্রিক মানচিত্রে স্থান করে দেবে।