দূর্গা চৌমুহনী বাজারে নির্বাচন ঘিরে বিতর্ক, প্রাক্তন সম্পাদকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

আগরতলা, ১ মে: দূর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। কার্যকালের মেয়াদ অনেক আগেই শেষ হলেও এখনো পর্যন্ত নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ।

প্রাক্তন সম্পাদক শ্রী তাপস ঘোষ নিজের উদ্যোগে কিছু অনুগত ব্যবসায়ীকে নিয়ে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেন এবং বটতলা ব্যবসায়ী সমিতিকে দিয়ে নির্বাচন করানোর উদ্যোগ গ্রহণ করেন। ২০২৫ সালের ১৪ই মার্চ বটতলা বাজার ব্যবসায়ী সমিতি এক বিজ্ঞপ্তিতে ১৪ই মে নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করে।

কিন্তু এরই মধ্যে গত ১৯ শে এপ্রিল তাপস বাবু কিছু বখাটে যুবক ও অনুগতদের নিয়ে একটি সাধারণ সভায় সিদ্ধান্ত নেন, যে ভবিষ্যতে বটতলা বাজার ব্যবসায়ী সমিতিকে বাদ দিয়ে অন্য কোনো সংগঠনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে।

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরও তাপস বাবু জোরপূর্বক সম্পাদক পদ আঁকড়ে রয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। তাঁর এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাজারের বহু ব্যবসায়ী। তাঁদের মতে, দূর্গা চৌমুহনীর ইতিহাসে এমন অনভিপ্রেত ঘটনা এর আগে কখনও ঘটেনি।

অভিযোগ আরও, পুরো প্রক্রিয়া এলাকার বিধায়ক ও বর্তমান মেয়রকে অন্ধকারে রেখে গোপনে পরিচালিত হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।