নয়াদিল্লি, ১ মে: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতি ভিত্তিক জনগণনা চালানোর সিদ্ধান্ত এনডিএ সরকারের সামাজিক ন্যায়বিচারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে।
আজ নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে উদ্দেশ করে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, বরং এটি সরকার কর্তৃক চিন্তাভাবনা করে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি জানান, জাতীয় জনগণনা মূলত ২০২১ সালে হওয়ার কথা ছিল, তবে এখন রাজনৈতিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জনগণনায় জাতি ভিত্তিক তথ্য সংগ্রহও অন্তর্ভুক্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় এক বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
শ্রী প্রধান আরও বলেন, দেশের সব স্তরের মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, দলটি দেশের আদিবাসী, দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।
তিনি জোর দিয়ে বলেন, সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে বিজেপিকে কংগ্রেসের কাছ থেকে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।
2025-05-01

