ঋণ পরিশোধ করতে না পারায় যুবকের মৃত্যু

আগরতলা, ৩০ এপ্রিল: ঋণ পরিশোধ করতে না পারায় ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক যুবক। আজ সকালে ওই ঘটনায় রবীন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে মৃতার কাকা জানিয়েছেন, গত তিনমাস আগে এক ব্যক্তির কাছ থেকে বাইক ও একটি মোবাইল দিয়ে ৪০ হাজার টাকা ঋন নিয়েছিল প্রশান্ত দে (১৯)। কিন্তু সঠিক সময়ে ঋন শোধ করতে না পারায় গতকাল ওই ব্যক্তি তাকে বকাবকি করেছিল। তারপরই গতকাল রাতে আত্মহত্যা পথ বেছে নিয়েছে প্রশান্ত। পরিবারের অজান্তেই সে ঋণ নিয়েছিল। এমনকি কি কারণে সে ঋণ নিয়েছিল তা পরিবারের সদস্যরা জানেন না বলে দাবি করেন তিনি।