পাহালগাম হামলা: প্রধানমন্ত্রীর বাসভবনে সম্পন্ন হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-র বৈঠক, বড় সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : পাহালগামের ভয়াবহ জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত হল নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকটি শেষ হয়েছে এবং বিকেল ৩টায় সাংবাদিক সম্মেলনে বড় সিদ্ধান্তের ঘোষণা করা হতে পারে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

প্রসঙ্গত, ২২ এপ্রিলের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন, নিহত হন। এরপর থেকেই দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আজকের বৈঠক ছিল এই বিষয়ে সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যেই।

এই বৈঠক ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক। বৈঠকের পরপরই ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল এফেয়ার্স ও ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক এফেয়ার্স-এর পৃথক অধিবেশন শুরু হয়েছে। শীর্ষ মন্ত্রীরা এখনও প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রয়েছেন।

২৩ এপ্রিল অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-র প্রথম বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত করা, অটারি সীমান্ত বন্ধ ঘোষণা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, পাকিস্তান-ঘনিষ্ঠ ইউটিউব চ্যানেল ও এক্স অ্যাকাউন্ট ব্লক ও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও পাকিস্তানি দূতাবাস কর্মীদের ফেরত পাঠানো।

সূত্রের দাবি, আজকের বৈঠকে সামরিক প্রতিশোধের পথ খোলা রাখা হয়েছে এবং সব ভারতীয় বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ বহাল রয়েছে। ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাহালগাম হামলার মূল ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করা হবে এবং যারা এই হামলার পৃষ্ঠপোষক, তাদেরও জবাবদিহি করতে হবে। কেন্দ্রীয় সরকার বিকেল ৩টায় সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। তখনই জানা যাবে পাহালগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের ভবিষ্যৎ কৌশল কী হবে।