মেহুল চোকসির বিরুদ্ধে ঋণ প্রতারণা মামলায় মুম্বই আদালতের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

মুম্বই, ৩০ এপ্রিল : ক্যানারা ব্যাংক-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত হীরার ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্ট।

এই মামলাটি প্রায় ৫৫.২৭ কোটি টাকার ঋণ জালিয়াতি সংক্রান্ত। অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আর বি ঠাকুর সম্প্রতি এই পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ জুন। ওইদিন এই পরোয়ানা সংক্রান্ত রিপোর্ট আদালতে উপস্থাপন করা হবে।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) জানিয়েছে, ক্যানারা ব্যাংক এবং ব্যাঙ্ক অব মহারাষ্ট্র মিলে বেজেল জুয়েলারি নামে একটি প্রতিষ্ঠানে যথাক্রমে ৩০ কোটি টাকা এবং ২৫ কোটি টাকার কর্মনিধি ঋণ মঞ্জুর করেছিল। এই ঋণ স্বর্ণ ও হীরার গহনা তৈরির জন্য দেওয়া হলেও প্রতিষ্ঠানটি তা প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করেনি, বরং ঋণ ফেরতও দেয়নি। ফলে ঋণদাতা কনসোর্টিয়াম ব্যাংকগুলোর সম্মিলিতভাবে ৫৫.২৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের।

প্রসঙ্গত, মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদী ইতিমধ্যেই ১৩,৫০০ কোটির পিএনবি কেলেঙ্কারি মামলায় প্রধান অভিযুক্ত। ভারতের তদন্ত সংস্থার প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে চোকসি সম্প্রতি ১২ এপ্রিল বেলজিয়ামে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি বেলজিয়ামের আদালতে জামিনের জন্য লড়ছেন। অন্যদিকে, নীরব মোদী ২০১৯ সাল থেকে লন্ডনের একটি কারাগারে আটক রয়েছেন। চোকসির বিরুদ্ধে জারি হওয়া এই জামিন অযোগ্য পরোয়ানার মাধ্যমে ভারত সরকার তাঁর প্রত্যর্পণের প্রচেষ্টা আরও জোরদার করতে চলেছে।