সিবিআই আন্তর্জাতিক অনলাইন শিশু যৌন নিপীড়ন চক্র ভেঙে দিলো

নয়াদিল্লি: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) এক আন্তর্জাতিক অনলাইন শিশু যৌন নিপীড়ন চক্র ভেঙে ফেলার দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালু হওয়া ‘অপারেশন হক’-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিবিআই-এর আন্তর্জাতিক কার্যক্রম বিভাগ দিল্লি ও ম্যাঙ্গালোর ভিত্তিক দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় আইনের আওতায় মামলা রুজু করেছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা ‘ডিসকর্ড’ নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের সঙ্গে অশ্লীল কথোপকথন চালাত।

এজেন্সি আরও জানিয়েছে, অভিযুক্তরা ওই নাবালিকাকে ভয় দেখিয়ে তার অশ্লীল ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করত। এই ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত অব্যাহত রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে।