ফটিকরায়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত

আগরতলা, ২৯ এপ্রিল: ফটিকরায়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। এমনকি, হাসপাতালটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও নেই। তাছাড়া, ওই এলাকাটিতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অভাব এবং নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও নেই, যা স্বাস্থ্য পরিষেবাকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

তাছাড়া, হাসপাতালের চারপাশের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যা ভবনের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু অবকাঠামোর দুরবস্থাই নয়, হাসপাতালটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও নেই। ফলে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তার উপর এলাকাটিতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অভাব এবং নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও নেই, যা স্বাস্থ্য পরিষেবাকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

হাসপাতালের এক কর্মচারী বলেন, রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালটি বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। নতুন বিল্ডিং হলেও চারিদিকে ফাটল ধরেছে। পর্যাপ্ত স্টাফ নেই, যার ফলে রোগীদের ঠিকমতো পরিষেবা দিতে পারছি না। বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যাও প্রকট। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত ব্যবস্থা নিয়ে যেন হাসপাতালের দুর্দশা দূর করা হয় এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং মৌলিক সুবিধার উন্নতি ঘটিয়ে হাসপাতালটিকে কার্যকর স্বাস্থ্য সেবাকেন্দ্রে পরিণত করা হোক।