বলুচিস্তান, ২৯ এপ্রিল : পাকিস্তানের অশান্ত বলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় নতুন করে রক্তাক্ত ঘটনার সাক্ষী হলো অঞ্চলটি। জিয়ারতের চোটিয়ার এলাকায় আজ সকালে সাতজন স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। জেলার উপায়ুক্ত জকাউল্লাহ দুররানী নিশ্চিত করেছেন, নিহতদের সবাইকে একসাথে গুলি করা হয়েছে এবং লাইন দিয়ে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শব উদ্ধার হওয়ার পরই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বসে পড়ে, যার ফলে চোটিয়ার ও জিয়ারতকে সংযুক্তকারী মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে যাতে রাস্তা খালি করা যায়। মরদেহগুলো পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বলুচিস্তানে গুলিবিদ্ধ লাশের খোঁজ নতুন নয়
বলুচিস্তান প্রদেশে এধরনের ঘটনা নতুন নয়। সম্প্রতি বহু সহিংস হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা মূলত বলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিশেষ করে বলুচ লিবারেশন আর্মি (BLA)-এর কার্যকলাপ এবং পাকিস্তানি সেনাবাহিনীর দমন অভিযানের সঙ্গে জড়িত।
মাত্র চারদিন আগে কোয়েটার কাছে একটি সড়কপথে বিস্ফোরণে চারজন নিহত হন, যার মধ্যে জামিয়াত উলেমা-ই-ইসলাম (F)-এর এক নেতা ও এক শিশু ছিল। একইভাবে, তুরবাতে BLA-এর মজিদ ব্রিগেড এক আত্মঘাতী হামলা চালিয়ে ৪৭ জন পাক সেনাকে হত্যা করে এবং ৩০ জনের বেশি আহত হয়। এছাড়া কালাত জেলার মাঙ্গোচর এলাকায় এক সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ জন সেনা নিহত হয়।
এই ধারাবাহিক সহিংসতা বলছে, বলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে।

