আগরতলা,২৯ এপ্রিল: আগামী ৪মে রবিবার সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিট পরীক্ষা। এরই উপলক্ষে আজ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক ডা. বিশাল কুমার বলেন, আগামী ৪ মে রাজ্যে নিট পরীক্ষার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। এবারে সরকারি বিদ্যালয়গুলিতেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় নিরাপত্তা সহ যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন বলে জানান তিনি। এদিন তিনি আরও বলেন, গোটা ত্রিপুরায় পরীক্ষার ১১ টি কেন্দ্র রয়েছে। তারমধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১০ টি এবং ধলাই জেলায় ১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

