ডাক্তার নেই, তালা ঝুলছে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে

আগরতলা, ২৮ এপ্রিল : ঊনকোটি জেলা হাসপাতালে বিগত দীর্ঘদিন ধরে নেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসক না থাকায় ওয়ার্ডে তালা ঝুলছে। জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাঠে উঠেছে। রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা ক্ষোভে ফেটে পড়ছেন।

উল্লেখ্য, কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে বিগত বহুদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর চিকিৎসককে না পেয়ে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। অনেকে তো চার পাঁচ দিন ধরে লাগাতার জেলা হাসপাতালে এসেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিশেষ এক সূত্র থেকে জানা যায় যে, জেলা হাসপাতালে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এবং জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক যিনি কর্মরত ছিলেন তিনি এক দুর্ঘটনায় আঘাত পেয়ে বাড়িতে বিছানায় শয্যাশায়ী রয়েছেন। তাঁর পরিবর্তে অন্য কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে জেলা হাসপাতালে দেওয়া হচ্ছে না। এরফলেই জেলা হাসপাতালে শিশু বিভাগে ঝুলছে তালা পরিষেবা উঠেছে লাঠে। হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার ফলে জেলা হাসপাতালে প্রতিদিন ছোট বড় ঘটনা সংঘটিত হচ্ছে।

আবার কেউ কেউ বলছেন যে, কয়েক বছর পূর্বে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিস্টা সরকার যখন জেলা হাসপাতালে ছিলেন তখন নিয়মিত ভাবে পরিষেবা পাওয়া যেত। তিনি বদলী হবার পর থেকেই জেলা হাসপাতালে শিশু বিভাগের পরিষেবা লাঠে উঠেছে বলে হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনদের অভিমত। ঊনকোটি জেলা হাসপাতালে শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই তা নয়, দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবাও বন্ধ।

তাছাড়াও জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে নানান অভিযোগ রয়েছে। নেই বিশুদ্ধ পানীয় জলেরও কোন ব্যবস্থা। হাসপাতালে রয়েছে পানীয় জলের একটিমাত্র ফিল্টার সেটাও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে মেরামত করার কোন পদক্ষেপই নিচ্ছে না। এখন দেখার বিষয়, দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ কবে কি করে সেদিকে তাকিয়ে রয়েছে ঊনকোটি জেলার সাধারণ মানুষ।