দক্ষিণ কলম চৌড়ায় বোলেরো-অটো মুখোমুখি সংঘর্ষ, অটোচালক গুরুতর আহত

বক্সনগর, ২৮ এপ্রিল: সোনামুড়া থেকে বক্সনগর হয়ে আগরতলা রোডে প্রতিদিনই বেপরোয়া যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। এরই জেরে সোমবার সন্ধ্যা ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কলম চৌড়া বৈষ্ণব চৌমুহনী সংলগ্ন কিষান শীলের বাড়ির পাশে ঘটে যায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কলমচৌড়া ৭ নম্বর কলোনির বাসিন্দা দীপক সরকার, যিনি একজন সবজি বিক্রেতা, মতিনগর বাজারে সবজি বিক্রি করতে যান। তার ছেলে, জয় সরকার, নিজস্ব অটো নিয়ে বাজার শেষে বাবাকে বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছিলেন। পথে কমলনগর থেকে বক্সনগরের দিকে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে অটোটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জয় সরকার রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে গাড়ি থেকে বের করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে অবিলম্বে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর জনতার ক্ষোভের মুখে বোলেরোচালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কলম চৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এদিকে, সচেতন মহল দ্রুত গতির যান চলাচল রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।