১৬,৯৪২ জনকে স্বচ্ছতার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ দিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ এপ্রিল:মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকার ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট ১৬,৯৪২ জনকে স্বচ্ছতার নিরিখে সরকারি চাকরি প্রদান করেছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩,২২৫ জনকে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়েছে। আজ রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে ৪৭৯ জন নতুন নিয়োজিত কর্মীকে অফার লেটার প্রদান করা হয়, ওই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এ কথা জানান।

এদিন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে সিডিপিও এবং আইসিডিএস সুপারভাইজার পদে ১২৬ জন, পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৯৭ জন এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ-কাম-জেনারেল ক্লার্ক এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদে ১৫৬ জন, মোট ৪৭৯ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক কিশোর বর্মন, রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।