দিঘায় বুধে উদ্বোধন জগন্নাথ মন্দিরের, সেজে উঠছে আলোকমালায়

দিঘা, ২৭ এপ্রিল (হি.স.): আগামী বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সৈকতনগরীতে এখন সাজো সাজো রব। সোমবার কলকাতা থেকে দিঘায় এসে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের বেশ কিছু মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তারা।

তার আগেই সমুদ্র নগরীকে জগন্নাথের থিম ভাবনায় কাজে লাগিয়ে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। দিঘা শহর জুড়ে লাগানো হয়েছে মোট আটটি বড় ধরনের আলোর গেট। সেই আলোকসজ্জায় স্থান পেয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদল। দিঘার রাস্তাঘাট তথা মন্দির প্রাঙ্গণের পাশাপাশি আলোকমালায় সাজানো হয়েছে দিঘার সমুদ্রসৈকত।

—————