আগরতলা, ২৭ এপ্রিল:দেবীপুর রাজারটিলা এলাকায় জমি দখল সংক্রান্ত বিবাদের জেরে শনিবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হলেন ভানুলাল দাস। আহত ভানুলাল দাস ও অভিযুক্ত ক্ষিতীশ দাস ভায়রা সম্পর্কে আত্মীয়। একদিকে ভানুলাল দাস অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, অপরদিকে ক্ষিতীশ দাস শাসক দলের চুনোপুঁটি নেতা হিসেবে এলাকায় পরিচিত এবং প্রভাবশালী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি থেকে পাওয়া ভানুলাল দাসের সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল ক্ষিতীশ দাসের তিন ছেলে—দিলীপ দাস, প্রদীপ দাস এবং তপন দাস। যদিও বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশি সভা হয়েছে, তবুও প্রভাব খাটিয়ে বারবার ভানুলাল দাসের উপর আক্রমণ চালানো হচ্ছিল।
শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা ভানুলাল দাসকে একা পেয়ে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2025-04-27

