আগরতলা, ২৬ এপ্রিল :
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় ফটিকরায় থানার নিকটবর্তী এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা। এক রাতেই দুই ভাইয়ের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের হাতেই এই আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
পোড়া দোকান দুটির মালিক বুদ্ধ দাস ও মৃদুল দাস জানিয়েছেন, একটি ছিল ভুসি মাল দোকান এবং অপরটি ডিড রাইটারের অফিস। গভীর রাতে হঠাৎ করে দোকানগুলিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও, দমকল বাহিনীর পৌঁছাতে বিলম্ব হওয়ায় সম্পূর্ণ দোকান রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, ফলে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য এবং ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, সময়মতো দমকল বাহিনী পৌঁছালে হয়তো এত বড় ক্ষতি এড়ানো যেত।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

