আগরতলা, ২৬ এপ্রিল :
ত্রিপুরায় হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর ধারাবাহিক আক্রমণ এবং হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা যেন হিন্দুদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার দুঃসাহস আর না করে। হিন্দুদের ধৈর্য ও সহ্যের সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে।
মন্ত্রী জানান, প্রতিনিয়ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হওয়া এবং নিরপরাধ হিন্দুদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, এই মৌলবাদীরা সুযোগ পেলে আগামী দিনে ত্রিপুরাতেও বাংলাদেশের মতো ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করতে পারে।
তিনি আরও বলেন, এই আতঙ্কবাদী বিচারধারা রুখতে হিন্দুদের এখন সতর্ক থাকতে হবে এবং সর্বাত্মক ঐক্য বজায় রাখতে হবে। পাশাপাশি, শান্তিপ্রিয় মুসলমানদেরও মৌলবাদী মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

