আগরতলা, ২৬ এপ্রিল: বিশালগড় ঘনিয়ামারা এলাকার কুখ্যাত অভিযুক্ত জুয়েল আহমেদের বাড়িতে হানা দেয় ক্ষুব্ধ জনতা। সেখানে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
জানা গিয়েছে, কামথানা থেকে রাবারের মেশিন চুরি করে এনেছিল জুয়েল আহমেদ। শনিবার সকালে দুই এলাকার মানুষ তার বাড়িতে অভিযান চালিয়েছেন। ওই সময় দেখা যায় জুয়েল সহ আরও দুই চোরকে নিয়ে বসে নেশা করছেন। তখনই তাদের উত্তম মাধ্যম দেওয়া হয়। কিন্তু জুয়েল ও আকাশ নামের দুইজন পালিয়ে যায়। জয়ন্ত নম: নামের এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেও চুরির ঘটনা সাথে জড়িত রয়েছে।

