বিলোনিয়া, ২৫ শে এপ্রিল : বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি তথা ‘নো ম্যানস ল্যান্ড’-এ এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এই নির্মাণকাজের ফলে মুহুরি নদীর উত্তর পাড়ে অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র নগর ও ঈশান চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বর্ষার সময় জলমগ্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন।
এই পরিস্থিতিতে শুক্রবার বল্লামুখা সীমান্ত এলাকা পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিষ সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সীমান্ত এলাকার কাঁটাতারের গেট সংলগ্ন অংশ ঘুরে দেখেন তাঁরা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে আশিষ সাহা জানান, সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই রাজ্যের মুখ্য সচিবের কাছে লিখিতভাবে এই সমস্যার সমাধানের জন্য আবেদন জানানো হয়েছে। তিনি আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে প্রশাসনিক পদক্ষেপের জন্য চাপ সৃষ্টি করা হবে।

